1. etcnews2022@gmail.com : etcnews :
রবিবার, ১১ জুন ২০২৩, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রেকিং নিউজ

ভৈরবে নিরাপদ সড়ক চাই এর ২৯তম  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৫ পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন  নিরাপদ সড়ক চাই (নিসচা ) এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা।এ উপলক্ষে (১ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় ভৈরব শাখার আয়োজনে রঙ বেরঙের বেলুন  নিরাপদ সড়ক চাই এর বিভিন্ন স্লোগান সমন্বিত ফেস্টুন প্লেকার্ড এর মাধ্যমে  একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।পরে দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনের বঙ্গবন্ধু হলে, আলোচনা সভা, কেক কাটা সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারবর্গের মাঝে মাতৃ ছাগল বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম বাকী বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির শুভ উদ্বোধন করে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

নিসচা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃআলাল উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকসুদুল  আলম, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক (পিপিএম) কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস‍্য মোঃ জাকির হোসেন কাজল, সংরক্ষিত মহিলা সদস‍্য আসমা আহমেদ, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট  এসোসিয়েশনের সভাপতি  আসাদুজ্জামান ফারুক।

অনুষ্ঠানে নিসচার ভৈরব শাখার সদস্যরা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া রফিকুল ইসলাম মহিলা কলেজ ও জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্কাউট সহ বিভিন্ন শিক্ষার্থীরা শোভাযাত্রা আলোচনা কেক কাটায় অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন  এদেশের  জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই নিসচা নামের এ সংগঠন টি দীর্ঘ ২৯ বছর যাবৎ সড়ককে নিরাপদ করা, সড়কের শৃংখলা ফেরানো, চালক প্রশিক্ষণসহ নানামুখী সচেতনতামূলক কর্মকাণ্ড  চালিয়ে আসছে। তা আজ ১৭ কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়ে সকলের  হৃদয়ে স্পন্দন  হিসেবে জায়গা করে নিয়েছে। ভৈরবে এ সংগঠনটি নানাবিধ কার্যক্রমের মাধ‍্যমে জাতীয় পর্যায়ে সম্মাননা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি                    

একটি দৃশ্যপট মিডিয়া লিঃ

 
কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST