মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ।
উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা । অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং অতিথি কর্তৃক ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের বাইসাইকেল, ছাতা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মোঃ জুয়েল মিয়া।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply