মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর,
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ১২টি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ‘বীর নিবাস’ এখন পুরোপুরি প্রস্তুত। ইউনিয়ন ইউনিয়ন ঘুরে
প্রত্যেকটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় শুরু করে পর্যায়ক্রমে বিভিন্ন বীর নিবাস পরিদর্শন করেন ইউএনও।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, বীথি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ বদিউল আলম নাঈম (ঠিকাদার) প্রমুখ ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস স‚ত্রে জানা যায়, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এ উপজেলায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ২ শ ৪৫ টাকা। প্রতিটি আবাসন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৭৬ হাজার ৪শ ৩৭ টাকা।
পাকা ছাদের প্রতিটি বীর নিবাসে রয়েছে পানীয় জলের সুব্যবস্থাসহ দুইটি বেড রুম, একটি লিভিং রুম, একটি ডাইনিং রুম, দুটি বাথরুম ও একটি কিচেন রুম। বীর নিবাস বরাদ্দ পাওয়ার বীর মুক্তিযোদ্ধারা হলেন, সোহরাব উদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সামসুদ্দিন, আব্দুল ওয়াহাব, মোঃ আঃ হামিদ, মোঃ আসাদ মিয়া, মোঃ লতিফ মিয়া, এ.কে.এম জাকারিয়া, এম কামাল উদ্দিন, মোঃ আংগুর মিয়া, মোঃ আব্দুল হেকিম ও মোঃ রউছ উদ্দিন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply