মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর,
বিজয়ের মাসে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয়ে এ সংরক্ষিত আসন শুভ উদ্বোধন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আদনান আখতার-এর উদ্যোগ ও মেডিকেল অফিসারবৃন্দের সহযোগিতায় বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য এ আয়োজন । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাদিয়া ইসলাম লুনা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তমাল কান্তি মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলামসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও মেডিকেল অফিসারবৃন্দ।
বিজয়ের মাসে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত আসনের এমন সম্মাননা পেয়ে গর্ববোধ করেন বীর মুক্তিযোদ্ধাগন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply