নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজমনী হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাছাবাড়ি এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে ২৪ বছর বয়সী মো. সোহাগ ও পঞ্চগড় সদর উপজেলার বশুনিয়াপাড়া এলাকার ফয়জুল ইসলামের ছেলে ২৩ বছরের মো. মানিক।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের আশুগঞ্জ উপজেলার রাজমনী হোটেলের সামনে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ সোহাগ ও মানিককে আটক করে র্যাব। এ সময় ট্রাকটি তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply