মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইডিই-বি এর উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর ) বেলা বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজেস-বাংলাদেশ (আইডিই-বি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুলিয়ারচরের আয়োজনে এ সভা শুভ উদ্বোধন করা হয় ।
এসময় অতিথি হিসেবে সমন্বয় সভা শুভ উদ্বোধন করেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা ।
অনুষ্ঠান শুরুতে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উন্নত ল্যাট্রিনের প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন, আইডিই-বি এর ফিল্ড টিম লিডার সুব্রত পাল।
উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, ছয়সূতী ইউপি চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন, চেতনা, পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মুছা, উপজেলা স্যানিটারি ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় সাংবাদিক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আইডিই-বি এর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বীরঞ্জন রায়।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply