নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে দেলোয়ার হোসেন সুজন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। (৬ ডিসেম্বর ) মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের কমলপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মো. মাকচ্ছুদুল আলম। গ্রেফতারকৃত দেলোয়ার ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক।
ওসি জানান, দুই মাস আগে ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঐ ঘটনায় যুবদল নেতা দেলোয়ারের বিরুদ্ধেও মামলা করা হয়। মামলার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে নিজ বাড়ি থেকে দেলোয়ারকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply