নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(১০ ডিসেম্বর) শনিবার বেলা ১২ টায় ঢাকা সিলেট মহা সড়কের বাসষ্ট্যান্ড দূর্জয় মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো.জাকির হোসেন কাজল”র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সেন্টু।
পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ,উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর,উপজেলা যুবলীগ, সেচ্ছা সেবক লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।
এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্রতিবাদ মিছিল নিয়ে প্রতিবাদ সভায় উপস্থিত হয়।
এসময় নেতাকর্মীরা বলেন, বিএনপির নেতাকর্মীদের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের এমন কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি গণসমাবেশের নামে আবারও নৈরাজ্য শুরু করেছে। তা আওয়ামী লীগ সহ্য করবে না।
ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ
মো.জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমরা প্রস্তুত। এ জন্য আমরা সতর্ক অবস্থানে আছি।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply