ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে ভারতীয় বাটার ও গাঁজা’সহ ২ জন আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।(১৬ ডিসেম্বর)শুক্রবার বিকেল ৩টায় ঢাকা সিলেট মহা সড়কের বাসস্ট্যান্ড দূর্জয় মোড় ও নাটাল টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার সদর থানার তেগরীয়া মোড়লহাটি এলাকার মৃত ইয়াকুব আলীর পুত্র মোঃ কামরুল হোসেন(২৯)। আর অপর আসামী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মৈশাদিয়া এলাকার মোঃ মকবুল হোসেনের পুত্র মোঃ শহিদ(৩৫)কে আটক করা হয়।
র্যাব ক্যাম্প সূত্রে জানায়, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও ভারতীয় পন্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। সেই পেক্ষিতে স্কোয়াড কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার দূর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়েছে।
এসময় আসামীর নিকট হতে ৬৪০ পিস ভারতীয় আমল বাটার,১ কেজি গাজাঁ ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উক্ত আসামীগণ দীর্ঘদিন যাবৎ এ কারবার করছেন মর্মে স্বীকার করেন।
উদ্ধারকৃত ভারতীয় পন্য ও মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply