1. etcnews2022@gmail.com : etcnews :
রবিবার, ১১ জুন ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রেকিং নিউজ

ভৈরবে ৩ দিনব্যাপি বিজয় মেলা শুরু

  • প্রকাশকাল শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩১ পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের ভৈরবে ৩ দিনব্যাপি বিজয় মেলা শুরু হয়েছে।(১৬ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এর আয়োজনে সরকারি কাদির বক্স পাইলট মডেল স্কুল মাঠে এই বিজয় মেলা শুরু হয়েছে। 

এসময় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সভাপতি নাসার মাহমুদ জাহিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি নাজমুল হাসান পাপন বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতা সম্পর্কে জানতে হবে। দেশ বিরোধী চক্রান্তকারীদের সাথে কোন রকম আপোষ করা যাবে না। জননেত্রী শেখ হাসিনা স্বাধীন সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৭১’র সালে স্বাধীনতা বিরোধী চক্রান্তে কারা জরিত ছিল নতুন প্রজন্মকে জানতে হলে স্বাধীনতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ১৯৭১’র সালে এইদিনে লাখো প্রাণের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশের মানুষ অর্জন করেছেন আজকের স্বাধীনতা।

প্রধান অতিথি আরও বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আমরা পেয়েছি মহান বিজয়। এই বিজয় অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলো এদেশেরই কিছু মানুষরূপী নরপশু। লাখো শহীদের রক্তে আর মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জন আমাদের মাতৃভূমি আমাদের স্বাধীনতা।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব’র সাধারণ সম্পাদক রাশফিকুজ্জামান একান্ত।মেলায় রয়েছে নাগর দোলা,পিঠা উৎসব,মুক্তিযোদ্ধা ভিত্তিক বুক ষ্টল,মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রামাণ্য উৎসব, স্কুল ভিত্তিক প্রতিযোগীতা, শিশুদের জন্য মাসকট,সান্তা মারিয়া, ব্যান্ড শো, দর্শক পর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি                    

একটি দৃশ্যপট মিডিয়া লিঃ

 
কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST