নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জরে ভৈরবে কেক কাটা, র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দেশের জনপ্রিয় স্যাটালাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।(২৭ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভৈরব সংবাদদাতা আদিল উদ্দিন আহমেদ। এ সময় প্রধান অতিথি হিসেরে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ,ভৈরব চেন্বার অব কমার্স এর সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিব মোল্লা সাখাওয়াত, সরকারি হাজি আসমত কলেজের অধ্যাক্ষ আব্দুর রউফ,জেলা পরিষদের সদস্য আছমা আহমেদ সেলিম প্রমুখসহ।
ভৈরব টেলিভিশন এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেনীর সুধিজন,শিক্ষার্থীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply