নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৮ ডিসেম্বর) বুধবার সকালে পৌর শহরের কমলপুর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
এসময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের নব-নির্বাচিত প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কাজল।
বিদ্যালয়ের সভাপতি মোঃ লোকমান সরকার এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোছাঃ আছমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম আবু ওবায়দা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শিমুল প্রমুখ। এছাড়া অত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক লে.মোঃ অহিদুর রহমান বিএনসিসি।
অনুষ্ঠানে ২০২২ সালের ১ম থেকে ৯ম শ্রেণীর সকল বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply