মো.জামাল আহমেদ
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের ভৈরবে বই উৎসব পালিত হয়েছে।(১ জানুয়ারি) রবিবার সকাল দশটায় ভৈরব উপজেলার ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩২টি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদ্রাসাসহ ২২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
নতুন বই বিতরণ উদ্বোধন উপলক্ষে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে বই উৎসবে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভৈরব উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুন জানান, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫৩ হাজার ৫শত ও পাক-প্রাথমিক বিদ্যালয়ের ৭হাজার ৫শত শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করার মাধ্যমে ভৈরবে এ বই উৎসব পালিত হয়। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নতুন বই পেয়েছেন বলে জানান এ কর্মকর্তা।
এছাড়াও ভৈরব আদর্শ সরকারি বিদ্যালয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সহকারি কমিশনার ( ভূমি) জুলহাস হোসেন সৌরভ।
এদিকে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার স্বপ্না বেগম জানান, মাধ্যমিক ও মাদ্রাসা সহ উপজেলায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব স্কুল ও মাদ্রাসায় ২৯ হাজার ৮৫০জন শিক্ষার্থীর মোট চাহিদা রয়েছে ৪লাখ ৯০ হাজার ৪২০টি বই। নতুন বই সংকটের ফলে চাহিদা অনুযায়ী মোট বইয়ের মধ্যে ১লাখ ৯৪ হাজার ৪৩৫টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান।
নতুন বই না পাওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎকন্ঠা ও হতাশা দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে যেন চাহিদা অনুযায়ী নতুন বই সরবরাহ করে বইয়ের সংকট থেকে শিক্ষার্থীদের রেহাই দেয় এবং পড়াশোনার সুযোগ করে দেন প্রত্যাশা সরকারের প্রতি।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply