নিজস্ব প্রতিবেদক
সারা দেশের মত কিশোরগঞ্জের ভৈরবে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত।(১ জানুয়ারি) শহরের চন্ডিবেরের মেহের মমতাজ মিলনায়তনে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু হানিফা,প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলী,সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম সেকুল,ভৈরব পৌরসভার ১০.১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মৌসুনা রহমান বেলা,হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেম প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক অভিনেতা সাইদুর রহমান বাবলু।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply