নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য গাজাঁ পাচারকালে কিশোরগঞ্জের ভৈরবে থেকে এক মাদক কারবারী মো. হাসান (৩০)কে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পর সদস্যরা। (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৯.৫ কেজি গাজাঁ উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি ব্রাম্মনবাড়িয়া জেলার সদর থানার পুনিয়াউট এলাকার মৃত পিছন মিয়ার ছেলে।
র্যাব ক্যাম্প সূত্রে জানায়, সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাসানকে আটক করে।
এসময় আসামীর দখলে থাকা একটি মাইক্রোবাস তাল্লাশী করে ৪৮ টি বান্ডিল নীল রংয়ের পলিথিনের উপর খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৯৯.৫ (নিরানব্বই দশমিক পাঁচ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও নগদ ২,৯০০/- (দুই হাজার নয় শত) টাকা উদ্ধার করে জব্দ করা হয়। আসামী হাসান দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply