1. etcnews2022@gmail.com : etcnews :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত ভৈরবে যাত্রীবাহী বাস থেকে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ ২০ মার্চ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরবে বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ,পুলিশের ৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ দৈনিক অধিকারের বর্ষসেরা সাংবাদিক এস এম মিজানুর রহমান মজনু ভৈরবে আট গুণীজনকে সম্মাননা দিলো এনটিভি দর্শক ফোরাম ভৈরব যেন ঢাকার বাহিরে আরেকটি শাহবাগ মোড় ভৈরবে সাততলা ভবন থেকে পড়ে এক রংমিস্ত্রির মৃত্যু  পিকাআপ ভ্যানে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারি আটক
ব্রেকিং নিউজ
ভৈরবকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত ভৈরবে যাত্রীবাহী বাস থেকে গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ ২০ মার্চ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরবে বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ,পুলিশের ৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ দৈনিক অধিকারের বর্ষসেরা সাংবাদিক এস এম মিজানুর রহমান মজনু ভৈরবে আট গুণীজনকে সম্মাননা দিলো এনটিভি দর্শক ফোরাম ভৈরব যেন ঢাকার বাহিরে আরেকটি শাহবাগ মোড় ভৈরবে সাততলা ভবন থেকে পড়ে এক রংমিস্ত্রির মৃত্যু  পিকাআপ ভ্যানে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারি আটক

কুলিয়ারচরে যুবলীগ কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও আমেরিকা প্রবাসী এক নেতাকে মারধরের অভিযোগ 

  • প্রকাশকাল সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯ পড়েছেন

কুলিয়ারচর প্রতিনিধি 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আতিক আরমান নামে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণ নাশের হুমকিসহ আমেরিকা প্রবাসী কামাল উদ্দিন-কে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কামাল উদ্দিন বাদী হয়ে আতিক আরমানসহ তার সঙ্গীয় সুজন ও মুখলেস এর নামে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

(৫ ফেব্রুয়ারি )রবিবার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ তুলে ধরেন আমেরিকা প্রবাসী কামাল উদ্দিন। 

আমেরিকা প্রবাসী কামাল উদ্দিন, রামদী ইউনিয়নের মুজরাই গ্রামের মৃত আঃ মোতালিবের ছেলে। সে কুলিয়ারচর উপজেলা প্রবাসী ফ্রেন্ডস ফোরামের সভাপতি ও নিউইয়র্ক সিটি যুবলীগের যুগ্ম আহবায়ক এবং সাবেক ছাত্রলীগ নেতা। 

অভিযুক্ত যুবলীগ কর্মী আতিক আরমান, কুলিয়ারচর পৌরশহরের পূর্ব গাইলকাটা মহল্লার মৃত আঙ্গুর মিয়ার ছেলে। 

কামাল উদ্দিন বলেন, গত ২ ফেবু্রুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা সময় পূর্ব গাইলকাটা (ঘোষপাড়া) মোড়ে প্রবাসী ফ্রেন্ডস ফোরাম নামক অফিসে বসা অবস্থায় অফিসে ঢুকে পূর্ব আক্রোশের জের ধরিয়া আতিক আরমান গালিগালাজ করিতে থাকে আমাকে প্রাণে শেষ করিয়া দিবে ও আমার প্রাইভেট কার পোড়াইয়া দিবে বলতে থাকে। এক পর্যায়ে তার সঙ্গীয় সুজন ও মুখলেস নামে দুইজনকে নিয়া আমার শরীরে আঘাত করে। পরে হৈচৈ শুনিয়া আমার সাথে থাকা ও আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে কুলিয়ারচর থানায় অভিযোগ করি। 

তিনি বলেন, আমি আমেরিকা প্রবাসী। 

গত দুই বছর পূর্বে কুলিয়ারচর বাজার নিউ টাউনে ৮ শতক জায়গা ক্রয় করিয়া গত এক বছর পূর্বে পাঁচতলা বিল্ডিয়ের নির্মাণ কাজ শুরু করি। আমার বিল্ডিং এর কাজ চলমান অবস্থায় আতিক আরমান আমার নির্মাণাধীন বিল্ডিংএ আসিয়া আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে আমাকে গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে চলে যায়। পরবর্তীতে গত ১৭ জানিয়ারি দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় আমাকে কুলিয়ারচর কোল্ড স্টোরেজ এর সামনে রাস্তায় পাইয়া আতিক আরমান আমার বিল্ডিংয়ে বিনা ভাড়ায় থাকার জন্য একটি ফ্ল্যাট চায়। আমি তাহাকে বিনা ভাড়ায় থাকার জন্য ফ্ল্যাট দিতে পারবোনা বলিলে সে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। 

কামাল উদ্দিন বলেন, জন্মস্থান রামদী ইউনিয়নের লোকজন এসব বিষয় শুনিয়া প্রতিবাদ সমাবেশ করেন। 

এদিকে মারধরের প্রতিবাদে রবিবার দুপুরে আগরপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করেন রামদী ইউনিয়নসহ কয়েক ইউনিয়নের লোকজন। সভায় বক্তারা বলেন, আতিক আরমান যুবলীগের রাজনীতি করেন। আগামী কমিটির তিনি সভাপতি পদ চান। অথচ আমেরিকা প্রবাসী কামাল উদ্দিনসহ রামদী ইউনিয়নের কয়েকজন ছাত্রলীগ নেতাদের মারধরের অভিযোগ রয়েছে এই আতিক আরমানের বিরুদ্ধে। তাঁর কাজ হলো চাঁদা চাওয়া আর মানুষকে নানাভাবে হয়রানি করা। তাঁর হাত থেকে দলীয় নেতা-কর্মীরাও রক্ষা পাচ্ছেন না। 

আগামী বুধবারের মধ্যে আতিক আরমানের দৃষ্টান্ত বিচার না হলে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা আসে সভা থেকে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিশু, উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক নূকুল ভৌমিক, রামদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন, রামদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন, রামদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ লায়েছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম, রামদী ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হুমায়ুন কবির, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ, রামদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া ও সহ-সভাপতি ডাঃ বকুল মিয়া প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সকল অভিযোগ অস্বীকার করেন আতিক আরমান। তিনি বলেন, আমি যুবলীগের রাজনীতির পরিচিত মুখ। নানা কারণে মানুষের প্রয়োজনে পাশে থাকতে হয়। জনগণের চলাচলের সড়ক না রেখে কামাল ভবন করে ফেলেছে। এই নিয়ে এলাকায় গণরোষের জন্ম হয়েছে। আমি কেবল সড়ক সমস্যা সমাধানের জন্য তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমার প্রতি রাগ দেখান। তখন আমিও নিজের রাগ ধরে রাখতে পারিনি। ফলে সামান্য হাতাহাতি হয়।

দলীয় সূত্র জানায়, দলের গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তিকে নিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা এখন বিব্রত। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসানকেও ভাবাচ্ছে। বুধবার ইস্যুটি নিয়ে দলীয় নেতারা সভায় মিলিত হবার কথা রয়েছে।

কামাল উদ্দিনের অভিযোগটি মামলা হিসাবে নথিভূক্ত না হওয়ার কারণ জানতে কথা হয় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সঙ্গে। তিনি বলেন, অভিযোগের তদন্ত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি                    

একটি দৃশ্যপট মিডিয়া লিঃ

 
কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST