মো.নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাবার অভিযোগের ভিত্তিতে সেবন করা অবস্থায় মাদক সেবনকারী ছেলে তুহিন (২১) কে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের মেরাতলি মহল্লায় ছিদ্দিক মিয়ার বাড়িতে প্রকাশ্যে মাদক সেবন করে নিয়মিত মাথলামি করার অপরাধে ছেলে তুহিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাদিয়া ইসলাম লুনা।
ইউএনও সাদিয়া ইসলাম লুনা বলেন,
মাদক সেবনকারীর পিতার অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে মাদক সেবন করা অবস্থায় ধরে এ কারাদণ্ড প্রদান করা হয়।
এসময়, কুলিয়ারচর থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাসেল মিয়া, ইউএনও অফিসের নাজির ইমরান হোসেনসহ পুলিশ ফোর্স ও আনসার উপস্থিত ছিলেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply