মো.জামাল আহমেদ
কিশোরগঞ্জের ভৈরবে গাজাঁসহ শামীম মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। (১৯ মার্চ) রবিবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের জগন্নাথপুর ব্রিজ এলাকায় যাত্রীবাহী লাবিবা বাস থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা থানার আকবপুর গ্রামের ফারুক মিয়া পুত্র।
হাইওয়ে পুলিশ সূত্রে জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব হাইওয়ে থানার ওসি মো:মোজাম্মেল হক এর দিক-নির্দেশনায় মাদক পাচারকালে যাত্রীবাহী লাবিবা বাসে অভিযান চালিয়ে বাসেরযাত্রী শামীমকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা সিমেন্টের বস্তার ভিতর সাদা পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মো:মোজাম্মেল হক পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সোমবার সকালে জেল হাজতে পাঠানো হবে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply