নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে ”গাউসিয়া কমিটি বাংলাদেশ” ভৈরব শাখার আয়োজনে ইসলামী জগতের অবিস্মরণীয় মহিয়সী নারী, খাতুনে জান্নাত, সাইয়্যেদাতুল বাতুল, মা ফাতেমাতুজ্জাহরা (রা:)’র স্মরণে আলোচনা সভা, মিলাদ শরীফ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । (৩০ মার্চ) বৃহস্পতিবার সন্ধায় শহরের বাজারের ভেনিস বাংলা রেস্তোরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব উপজেলা শাখার সভাপতি কাউন্সিলর হাজী মোঃ মোমেন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে তরিকত আলহাজ্ব এ.আই.এম মাহবুব উল্লাহ কাদেরী। উদ্বোধক করেন আলহাজ্ব মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরে তরিকত খন্দকার শাহ মোহাম্মদ দ্বীন ইসলাম ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজী মোঃ রুবেল হোসেন, কালিকা প্রসাদ ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি ডা. মোঃ শাহ আলম প্রমুখ। এছাড়াও পীর মাশায়েখ, ওলামায়ে আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, গাউসিয়া কমিটির বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, পেশাজীবি, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply