নিজস্ব প্রতিবেদক
সারাদেশের মত কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। (৩০ মার্চ) বৃহস্পতিবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে, ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এসময় দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাথমিকভাবে জেলা পর্যায়ে ১০টি এবং উপজেলা পর্যায়ে ২০টি হাসপাতালে সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এর মধ্যে ভৈরব একটি উপজেলা।
উদ্বোধনের সময় ভৈরবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন মো.সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো.জাকির হোসেন কাজল,সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সুলায়মান,পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাদিকুর রহমান সবুজ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল আহমেদ এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগমসহ হাসপাতালের কর্মরত ডাক্তার নার্স ও কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply