1. etcnews2022@gmail.com : etcnews :
রবিবার, ১১ জুন ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রেকিং নিউজ

ভৈরবে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ১লাখ ৬৮ হাজার টাকা অর্থদন্ড

  • প্রকাশকাল সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৩ পড়েছেন


মো.জামাল আহমেদ


কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে  ২৪ টি নৌযানকে ১লাখ ৬৮ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। (৩ এপ্রিল) সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের ভৈরব মেঘনা নদীর উপর দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের নৌযানে অভিযান চালিয়ে এ অর্থদন্ড করা হয়।

নৌ পুলিশের দিনব্যাপী অভিযানে এসময় নেতৃত্ব দেয় নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর ভূঁইয়া ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ। ভৈরব নৌ পুলিশ ইউনিটের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইদুর রহমানসহ নৌ পুলিশের অন্যান্য সদস্যরা অভিযানের সার্বিক সহযোগিতা করেন।


অভিযান সূত্রে জানাযায়, ভৈরব ও আশুগঞ্জ মেঘনা নদীর উপর দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের অনিবন্ধিত নৌযানসহ রোড পারমিট না থাকায় এবং অতিরিক্ত মালামাল বহন করার অপরাধে ২৪টি নৌযানকে বিভিন্ন অংকের অর্থদন্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলহাস হোসেন সৌরভ। এসময় নৌ আইন মানতে চালক ও সহযোগীদের সচেতন করা হয়।

এ বিষয়ে নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর ভূঁঞা বলেন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি ও কিশোরগঞ্জ পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আজ মেঘনা নদীতে অভিযান চালায় নৌ পুলিশ। দিনব্যাপী এ অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ টি নৌযানকে ১লাখ ৬৮হাজার টাকা আর্থিক অর্থদন্ড করা হয়। এ  অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি                    

একটি দৃশ্যপট মিডিয়া লিঃ

 
কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST