নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মেসি জাম্বুু নামে নকল মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করায় বিএসটিআইয়ের অভিযান চালানো হয়েছে। এসময় অসাধু ব্যবসায়ী সাইফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের সাজা দেন ভ্রাম্যমান আদালেতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। সোমবার দুপুরে রাজধানীর মিরপুর-১১ পল্লবী থানার বøক-বি এর ১২ নম্বর রোডের মের্সাস মিয়াজী ট্রেডার্সে এই অভিযান চালানো হয়। এসময় অসাধু ব্যবসায়ী সাইফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। একই সঙ্গে গোডাউনে থাকা আনুমানিক দুুই লাখ টাকা মূল্যের নকল মেসি জাম্বু মশার কয়েলসহ নকল ঈগল, ফাইটার, এলিট এবং এসিআইয়ের টর্নেডো কয়েল জব্দ করা হয়। পরে জব্দ হওয়া কয়েল নিবার্হী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে পানি ঢেলে ও গাড়ী চাপা দিয়ে ভেঙ্গে ধ্বংস করা হয়।
জানাগেছে, কিশোরগঞ্জের ভৈরবের বিশিষ্ট কয়েল ব্যবসায়ী মহিউদ্দিনের মালিকানায় সজিব কনজুমার প্রোডাক্স বিএসটিআই থেকে অনুমতি নিয়ে ৬ বছর ধরে শহরের তাতার কান্দিতে নিজস্ব কারখানায় মেসি জাম্বু এবং গোল্ডেন মেসি মশার কয়েল উৎপাদন করে সুনামের সঙ্গে বাজারজাত করে আসছে।
গুনগত মান সম্পন্ন উৎপাদিত কয়েলের ফেনি জেলাসহ সারা দেশে ব্যপক চাহিদা রয়েছে। ফলে একটি চক্র অসৎ উদ্দেশ্যে অধিক মুনাফার লোভে নকল মেসি জাম্বু মশার কয়েল উৎপাদন ও বাজারজাত শুরু করে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারা দেশে ডিলার নিয়োগ চলছে একটি বিজ্ঞাপন দেয় চক্রটি। এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর মিরপুর-১১ পল্লবী থানার ব্লক-বি এর ১২ নম্বর রোডের মের্সাস মিয়াজী ট্রেডার্সে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায় বিএসটিআই। এতে সহযোগিতা করেন, এপিবিএন-১১সহ বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান এবং পরিদর্শক (মেট্রোলজি) ডিএমআই মো. শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন, সজিব কনজুমার প্রোডাক্সের স্বত্তাধিকারী বিশিষ্ট কয়েল ব্যবসায়ী মহিউদ্দিন এবং ভৈরব মশার কয়েল কারখানা মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভ্রাম্যমান আদালেতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান বলেন, মেসিসহ একাধিক ব্যান্ডের নকল কয়েল উৎপাদন এবং বাজারজাত করার দায়ের অসাধু ব্যবসায়ী সাইফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে গোডাউনে থাকা আনুমানিক দুুই লাখ টাকা মূল্যের নকল মেসি জাম্বু মশার কয়েলসহ নকল ঈগল, ফাইটার, এলিট এবং এসিআইয়ের টর্নেডো কয়েল জব্দ করে ধ্বংস করা হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply