নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাজাঁ,ফেন্সিডিল,স্কাফ ও বিদেশী মদসহ আমির হামজা উরফে বাঘা বাবু (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। (৭ এপ্রিল) শুক্রবার ভোর রাতে শহরের চন্ডিবের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আমির হামজা উরফে বাঘা বাবু চন্ডিবের দক্ষিন পাড়া ১০নং ওয়ার্ড এলাকার আব্দুল মন্নাফ সরকারের ছেলে। এসময় তার কাছ থেকে ২৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেন্সিডিল, ২০৯ বোতল স্কাফ এবং ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব র্যাব ক্যাম্পে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায়,তাদের একটি আভিযানিক দল শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে শহরের চন্ডিবের দক্ষিন পাড়া (১০ নং ওয়ার্ড) আব্দুল মন্নাফ সরকার (৬০) (আসামীর পিতা) এর বসত বাড়ির উত্তর পার্শ্বের দক্ষিন মুখি টিনের দোচালা ঘরের মধ্যবর্তী রুমে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আমির হামজা উরফে বাঘা বাবুকে আটক করেন। এসময় আসামীর কাছ থেকে ২৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেন্সিডিল, ২০৯ বোতল স্কাফ এবং ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়। আসামী আমির হামজা উরফে বাঘা বাবু দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে উক্ত রুমে সংরক্ষণ করে ঢাকা’সহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply