নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাত ইউনিয়ন ভিত্তিক নির্দলীয় সমাজসেবা সংগঠন পল্লী জাগরণী সংঘ,ভৈরব আয়োজনে ইতিম ও হাফেজদের মাঝে পাঞ্জাবী বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(১৫ এপ্রিল)শনিবার সন্ধায় প্রধান কমিউনিটি ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভৈরব উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো.জাকির হোসেন কাজল।
পল্লী জাগরণী সংঘের সভাপতি আকরাম খান রুবেলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড.মোস্তাক আহমেদ বুলবুল,সাদেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুজ্জামান খোকা, হাজী আসমত কলেজের সাবেক ভিপি অলিউল ইসলাম অলি, কিশোরগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য আসমা আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মিয়া, শ্রীনগর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ খান, উপজেলা আওয়ামী লীগ সহ প্রচার সম্পাদক মোশাররফ হোসেন মুছা, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নরুল কাদের সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পল্লী জাগরণী সংঘের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শেখ।
দোয়ার অনুষ্ঠানে এতিম ও হাফেজদের মাঝে পাঞ্জাবী উপহার দেওয়া হয়। এছাড়া ইফতার মাহফিলে সাত ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষজন অংশ গ্রহণ করেন।
একটি দৃশ্যপট মিডিয়া লিঃ
Leave a Reply